<p>আমার মৃত্যুসংবাদে এমন রং চড়িয়েছিল ওরা</p><p>আমিও সেটাকে গুজব ভেবে নিলাম,</p><p>শেষতক তাই শেষকৃত্যের কেকে</p><p>‘হ্যাপি বার্থডে’ লিখে কেটে পড়ি,</p>.<p>জানুয়ারিতে একই মুখ দিল্লি এয়ারপোর্টে ঘোরে কেন </p><p>ভূতের মতো?</p><p>সেই উত্তর খুঁজতে খুঁজতে</p><p>কুৎসিত ডাইনির গল্পকে রূপকথা বলে ডাকার ভণ্ডবেলা কেটে যায়;</p><p>ধোঁয়াশা মেলা কুয়াশার পাশে মেলা বসিয়ে আদর্শমাখা</p><p> পাপী লোকজন দলে দলে আসে—</p><p>‘ঠক ঠক ঠক’</p><p>‘ঊনবিকেলের কথারা বাড়ি নেই’</p>
<p>আমার মৃত্যুসংবাদে এমন রং চড়িয়েছিল ওরা</p><p>আমিও সেটাকে গুজব ভেবে নিলাম,</p><p>শেষতক তাই শেষকৃত্যের কেকে</p><p>‘হ্যাপি বার্থডে’ লিখে কেটে পড়ি,</p>.<p>জানুয়ারিতে একই মুখ দিল্লি এয়ারপোর্টে ঘোরে কেন </p><p>ভূতের মতো?</p><p>সেই উত্তর খুঁজতে খুঁজতে</p><p>কুৎসিত ডাইনির গল্পকে রূপকথা বলে ডাকার ভণ্ডবেলা কেটে যায়;</p><p>ধোঁয়াশা মেলা কুয়াশার পাশে মেলা বসিয়ে আদর্শমাখা</p><p> পাপী লোকজন দলে দলে আসে—</p><p>‘ঠক ঠক ঠক’</p><p>‘ঊনবিকেলের কথারা বাড়ি নেই’</p>