পথের সাথি
নবী নয়নের মণি এই গান
গাইতে গাইতে এক অন্ধ ফকির
হেঁটে যায় রাতের গলি ধরে
সরু ওই রাস্তা বৃষ্টির পরে ভিজে আছে—
কিছুটা অন্ধকার,
নামানো শাটারগুলি বন্ধ চোখের মতো নির্লিপ্ত
খোঁয়াড়ে মুরগি সব
খাদ্যবস্তু হওয়ার জন্য অপেক্ষমাণ,
ঘুমাচ্ছে টেবিলের স্বপ্নে আবার
প্রোটিন হয়ে জেগে উঠবে ওরা
ওইগুলার অনুভূতিবিহীন মগজের গন্ধে
ভারী হয়ে থাকে গলির বাতাস
নবী নয়নের মণি এই গান নিয়ে
এক অন্ধ ফকির
বৃষ্টির পানিতে চকচকা অন্ধকার
রাস্তাটা পার হয়ে যাবে
নবী নয়নের মণি
তার পথচলার সাথী।