চুম্বন

জ্যোতিষী বলেছে—

হাসপাতালে রোগযন্ত্রণায় নয়

আমার মৃত্যু বরং হবে সাঁড়াশি চুম্বনে; নেশাতুর ওষ্ঠ-অভিসারে

এক জমকালো সন্ধ্যায় আমাদের দেখা হবে

অর্থাৎ

আমি ও আমার যম—চতুর্দিকে নিস্তব্ধ নগরী

প্রতিটি চুম্বনের আগেই তাই সযত্নে গ্রহণ করি মৃত্যুপ্রস্তুতি

ও সুবল রে…

এরে কি চুম্বন বলে, ক্ষণে ক্ষণে মৃত্যু যেথা যথা ঊহ্য নাহি?