দ্বিধা ও প্রস্তর

অলংকরণ: আরাফাত করিম

অহো,
রাত্রিজুড়ে কোলাহল নামছে পাখির ডানার মতো।
ত্রিকালের মিলন উন্মুখ বাতাস—
সরিয়ে নিচ্ছে অদ্যাবধি জমা হওয়া ক্লেদ।

ভাষা, আরও নৈকট্য চাইছে
নীরবতা আর কোলাহলের মধ্যস্থিত নো উইমেনস ল্যান্ডে।
অবান্তর যত সব প্রশ্নমালা
গড়ে তুলছে হিম সব আট্টালিকা।

সেখানে জমছে দ্বিধা ও প্রস্তর।
কুসুমেরও অধিক গভীরতা নিয়ে জাগছে,
জাগছি।

আসো—
আরও ধীর হও,
আরও স্থির,
ধ্যানস্থ ফিটাসের মতো।