নদীর গান
নদী, তোমার স্রোতের থেকে
আমারই উত্থান
তুমি আমার রক্তধারা
আমি তোমার প্রাণ।
ওলো নদী, হঠাৎ কেন
বাঁক ঘোরালে এসে,
আমার
হাত ছিল তোমার কোমরে
নিবিড় ভালোবেসে।
আমি
ধরতে পারি না তোমারে
করতে পারি না পান।
নদী, তোমার স্রোতের থেকে
আমারই উত্থান।
ওলো নদী, তুমি–আমি
শেষে এক পথে,
তুমি
মিশেছো সমুদ্রে, আমি
আপন মাটিতে।
তবু
জন্ম থেকে ছিন্ন কেন
ভিন্ন কেন টান,
নদী, তোমার স্রোতের থেকে
আমারই উত্থান।