আমাদের ব্লকটি ডাইভারসিটি প্লাজার অনুরূপ—
একই ব্লকে আফ্রিকান, শ্বেতাঙ্গ, মেক্সিকান, চায়নিজ,
ফিলিস্তিনি, আর্মেনিয়ান আর বাংলাদেশির বাস।
আমাদের ব্লকে বারোটি বাড়ির বারো রকম স্থাপত্য
সাইড ওয়াকের গাছগুলো নানা জাতের
ওক ম্যাপল বারচ—সব গাছের নামও জানি না।
গ্রীষ্মের সন্ধ্যায় এসব বাড়ি থেকে ভেসে আসে
মোমবাতির সুগন্ধ ছাড়াও
আগরবাতি আর ধূপ-ধুনোর ধর্মীয় সুবাস।
এই ব্লকে হালাল এবং কোশার রান্না হয় পাশাপাশি
এগজস্ট ফ্যান নিমেষে ছড়িয়ে দেয় খাদ্যের ডাইভারসিটি
ফেসবুকে গুজবের মতো।
আমাদের ব্লকে গাছে গাছে অনেক ঘুঘু,
ইলেকট্রিক তারে সারি সারি কবুতর।
সব ঘুঘু একই রকম, কবুতর, শালিক বা কাঠবিড়ালিও
কেবল মানুষই নানা বর্ণে, নানা টুপিতে, নানা ভাষায়—
যেন আমাদের ডাইভারসিটি প্লাজা।