পাগলাটে একটা স্বপ্ন আছে আমার!
এই পৃথিবীর বুকে একদিন,
সমগ্র জমিন হবে মানচিত্রহীন
এবং শাসকবিহীন!
মানুষ হবে পরম মানবিক।
এই শতকে অথবা পরে
গ্রহে গ্রহে যখন সভ্যতা হবে
স্বপ্ন আমার হবেই হবে সঠিক!
পাগলাটে একটা স্বপ্ন আছে আমার!
এই পৃথিবীর বুকে একদিন,
সমগ্র জমিন হবে মানচিত্রহীন
এবং শাসকবিহীন!
মানুষ হবে পরম মানবিক।
এই শতকে অথবা পরে
গ্রহে গ্রহে যখন সভ্যতা হবে
স্বপ্ন আমার হবেই হবে সঠিক!