সহসা সন্ত্রাস
সূর্য ডুবে যাক,
বন্ধ হোক
রৌদ্রভারাতুর
হ্রদের চোখ,
নিজেরই ছোরা ধরে
নিজের কণ্ঠে
নিজেকে বধ করে
হন্তারক
রক্তলোবানে
চুবিয়ে দুই ডানা
কোথায় উড়ে চলো
বিলজিবাব?
সহসা সন্ত্রাস,
পূর্বাপর—
ত্রস্ত ম্যামথের
নিনাদে বৃংহণে
আরশ ভেঙে পড়ে
অনন্তর
এই কি বোধি লাভ,
বিস্মরণ?
গলিত ম্যাগমায়
ফুলেল হয়ে আছে
অর্ধবিভাজিত
ভালহালা
গোধূলি থির আজি,
কারবালার—
শোণিত ছিটকে তা
হয়েছে লাল;
ইত্যবসরে
এক সে কবন্ধ
নিজেরই মুণ্ডু
খুঁজতে খুঁজতে
উঠছে বেয়ে দিক—
চক্রবাল।