ওগো জেন-জি!
শাড়ি পরলে তোমাকে বালেগ লাগে
বলেছি তো এত দিন
আজ সায়েন্স ল্যাবে রাস্তায় দেখলাম
স্টিক হাতে লাল স্নিকারে
তোমার ইশারায়
পথচলতি অবাধ্য বাস ধরছে লাইন
শাড়িতে তোমায় লাগে অসাধারণ
দেখায় আরেকটু স্লিম মোহনীয়
শাড়ির সাথে স্লিপার উচিত নয়!
আজ তুমি দিলে বদলাইয়া আমার লেন্স
গর্ব করতাম নিজেকে এত দিন রূপের পূজারি বলে
তুমি তা আজ ঘুচায়ে দিলে সত্যি সত্যি
রাস্তায় দেখা ট্রাফিক কন্ট্রোলে
দেখেছি তোমার দুরঙা ছাতি, হাতে হুইসেল
হলুদ ক্যাপে আঙুল উঁচায়ে
নাচের ভঙ্গিতে সামলালে যখন
অবাধ্য সিএনজিকে
ওগো জেন-জি!