আত্মীয়
আমি ঠিক এসে যাব। নদী, তুমি কিন্তু অপেক্ষা কোরো না
জানোই তো, সময়ের স্বেচ্ছাচার আঁট করে আছে
রাত্রিগুলো ঢুকে যাচ্ছে অঘুমের দীর্ঘ কোলাহলে
দিনের ব্যস্ততা থেকে ঝরে পড়ে মূল্যশূন্য ধুলো
এর মধ্যে জারি হয় রোদনের খিন্ন প্রজ্ঞাপন
কিছু কান্না জমে গেছে। নদী, বলো, কার কাছে কাঁদি
আমার চোখের জল তুমি ছাড়া আর কেউ বোঝে?