লেলিহান

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

এমন শীতের রাতে মৃত্যুবিষয়ক থিসিস লিখছেন
কবি ও অধ্যাপক জীবনানন্দ দাশ।
অদূরে-সুদূরে তুমি ছিলে দাঁড়িয়ে,
আমি এত প্রেম পেরিয়ে আসছি না তোমার কাছে।
আকাশে পাল হারিয়েছে যেসব পাতালের নাও,
তারা সব তুষারবিক্রেতার আত্মীয়স্বজন।
জীবনানন্দের থিসিস লেখা চলছে,
শীতের মৃত্যু চেখে দেখতে
অন্তহীনতার অন্ত হচ্ছে না...