জনৈক বৃদ্ধ পাখির সংগীতভাবনা

কেশে উঠল বৃদ্ধ পাখি, গাইতে গিয়ে কী এক কলি

আজ প্রায়শ দ্বন্দ্বে পড়ে: কোন ঋতুতে কোন কাকলি!

উড়াল দেবে ঝাঁকের সাথে, নাকি কেবল একলা একা

নতুন সুরে ডুবিয়ে দেবে পানসে-ক্লিশে কুহু ও কেকা।

অবাক চোখে তাকিয়ে দেখে পক্ষিকুলে বায়স বেশি,

গোদের পরে বিষের ফোঁড়া অভ্যাগত দূর বিদেশি

‘কা কা’ রবের সাফাই গেয়ে তত্ত্ব ঝাড়ে নিরেট ফাঁকি

আকাশ-মাটি দাপিয়ে ফেরে অপাখি আর অর্ধপাখি।


শূন্যে প্রায়ই ঠোকর মারে প্রতিবাদের প্রতীক-ভাষা

মর্মমূলে নাড়ায় তাকে অন্যবিধ ক্ষুৎপিপাসা