এই রাতে

কুয়াশায় সমাহিত চরাচর

শীতের গভীর কোনো রাত্রে

হাতে ধরা কোথাকার উলুখড়

এসেছি দিগ্​বিদিক হাতড়ে

বাঁশঝাড়, ধানখেত পেরিয়ে

হাতে-পায়ে কাদামাখা, ক্লান্ত

আঁধারের চোরাফাঁদ এড়িয়ে

যেতে হবে, ডাকে ওই প্রান্ত

যেন এক পলাতক আসামি

বহুদিন পরে এল পাড়াতে

এ বাড়ি কি তার বাড়ি? আয়েশা

দরজাটা খুলে যদি দাঁড়াতে 

কিন্তু কোথাও কোনো সাড়া নাই

নিঃসাড় পড়ে আছে চারিধার

তাহলে কি ফিরে যাব? ফিরে যাই

এই রাতে আমি কার, কে তোমার…