কবিতা লিখব না আর তুমি যদি চাও
তোমার কি তীব্র রাগ কবিদের প্রতি
যেন ওরা সারাক্ষণ কারও পাকা ধানে
নিষ্ঠাসহ মই দেয়, বাড়া ভাতে ছাই।
সব জেনে বসে আছ, তারা কি তা জানে?
তারাও মানুষ কিন্তু রক্ত ও মাংসের
সমাজেই বাস করে, সংসারের দায়
সাধ্যমতো মান্য করে, প্রাণের প্রসাদ
খোঁজ করে, নিজে কাঁদে, অন্যকে কাঁদায়।
তুমি এত যুক্তিবাদী! কারও অপরাধে
অন্যকে আসামি করা সাজে কি তোমার?
অপরাধ করি যদি আমাকে শাসাও!
তোমার গ্রীবায় পরো নৃমুণ্ডের হাড়!
তোমাকেই অর্থ ভাবি, পরমার্থ? তা-ও!
কবিতা লিখব না আর তুমি যদি চাও।