সৈয়দ মনজুরুল ইসলাম
মেঘঢাকা অনন্তের নিচে
সন্তর্পণের পরিধিসত্য মেনে
কষ্টবর্গ সমবেত হলো
একাধিক যতিচিহ্ন ভেঙে।
কষ্ট দেখছে কষ্টের অবসরহীন চোখ।
নৈঃশব্দ্যের কজন বাহক
হাঁটছে আশ্রয়ের খোঁজে স্মৃতির উঠোনে।
কফিনে ফুল। অনুভবের লাল-সাদা স্পর্শ
বাস্তবতার জাদুসত্য বলছে।
তুমি চলে যাচ্ছ,
বদলে গেছে
জলবায়ু,
মানুষের শ্রমকথা,
সময়ের সামাজিক রীতি,
হাতে হাত রাখবার রৌদ্রগুণ।
কাঁদছে আশ্বিন।
কষ্টেরা আবার ব্যবহৃত হতে
কথার ভিতরে সঙ্গকথা বলে
চলে যাচ্ছে প্রযত্নের খোঁজে।