যাত্রা দূর পথে, অপার শর্ষে ফুলে

বস্তিবাড়ি ঘিঞ্জি ঘরে, হবে কি দেখা রঙিন আলো

অনেক দূরে ঝুপড়িঘরে, পালালে কেন!

রেডিও থেকে ভাসছে কথা প্রাপ্তিযোগে

ফাঁকফোকরে, দেনমোহরে পড়ছ বাঁধা!

তোমার নামে যেসব ধাঁধা, সুদূর বনে

জন্ম তারা দেবে ঈষৎ পুষ্পরেণু

হব কি পাখি, অট্টহাসি, যমুনাতটে দস্যু হয়ে

গন্ধবতী বউরানিকে বসিয়ে নিয়ে নিজ শরীরে

ফিনফিনে এ শীতল দেহ, কুয়াশাদলে রোদ পোহাবে

পরস্পরে নয়ন দিয়ে ইশারা দেব একটা কিছু...