প্রেমের কবিতা ২০২৪

আমাদের চোখ এসে ঢেকে দিচ্ছে প্রজাপতি একদল:

বিষণ্ন সন্ধ্যায়, বুকশপে এভাবেই চুমু ও চাবুক—

উঠছে জেগে—সহস্রাব্দ পেরোনো লাল অক্ষরের শোক

কাটিয়ে পাশ, শহুরে হাওয়া ও ধুলায় করছে খলবল 

খুচরা পয়সার মতো তোমাকে ছিটিয়েছি যতবার

শহরজুড়ে গজিয়েছে তত জুঁই ফুল গাছ—আহা! আর—

কাছিমের পিঠ হয়ে উবু শুয়ে থাকা নীল ফ্লাইওভার:

তাতে বেদনা নিরবধি সেজে অন্ধ রেসিং কার

উড়িয়েছে শূন্য ঘরে ও বাইরে প্রবল হাহাকার;

আমাদের চোখ ঢেকে দিয়ে গেছে প্রবোধের নীল পাহাড়

পাহাড় বলতেই আড়মোড়া দাও তুমি, চিরহরিৎ মাতা:

পরাধীনতার গল্প জানো কি? বিমূর্ত ভায়োলিন!

ক্রন্দনময় পর্বত প্রান্তর আমাদের নিজস্ব ফিলিস্তিন:

বুলেট রচিত প্রেমকাব্যে বিজ্ঞাপনী স্বাধীনতা