প্রেমোহলাহল

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

হৃদয় সাহারা যদি, ফুল কেন ফোটে?
মরমে বেদনা ছিল, বীজ তায় জোটে।

সায়র কোথাও নেই, যদিওবা জানো
বিপুল তরঙ্গ তবে, কোথা হতে আসে!

সজল সঘন আঁখি, প্রেমে পরে হয়
বিমনা হয়েছে হৃদি, আসন্ন প্রলয়!

ওগো নাথ দয়া করো, এ বিষম ঝড়
প্রতিরোধ ভাঙে যদি, কুরুক্ষেত্র হয়!

এ নিদানে দায় তুমি, কার নামে খোঁজো!
সব দায় নিজে নাও, নিজের গরজে।

প্রাণ ভরা ব্যথা যদি, শ্বাস লাগে ভার
গোপনে যতনে রাখো, বেদনা অপার।

এই পথ একলার, এই পথ শান্ত
কোন নামে রাই জাগে, কৃষ্ণ জানেন তো।