ডার্ক এনার্জি

নক্ষত্রের ওপারে ঘুমিয়ে পড়েছ। আর আমি

জেগে আছি। এই পারে। এই ভূমণ্ডলে।

এই ঘুমন্ত রাত্রিজুড়ে পৃথিবীর ওপরে

জেগে আছে তারা। বনধারে প্যাঁচারা

ডাকছে, ঘুঘু সুরে। এই উদাস দুপুরে

ঝাঁ ঝাঁ রৌদ্রে স্থির।

আমিও ঘুমের দেশের যাত্রী। ঘুমিয়ে পড়ব

সহসা হেলান, আলগোছে।

তবু জেনো, হে মাঝপথে ঘুমিয়ে পড়া সঙ্গী আমার,

এই সব ঘুমের তলদেশ থেকে জেগে উঠবে

স্বপ্ন। আমাদের কলবল শিশুরা।

জাগিয়ে রেখো। ঘুম।

বস্তুত নিভে যাওয়া বলে কোনো আলো

নেই। দূরে যাওয়া আছে তার, দূর

নক্ষত্রের টানে।

 তুমি ছিলে, তুমি আছ

এই নিদ্রা ও জাগরণে

নিশ্চুপ ও গেয়ে ওঠা গানে।