তোমার যুক্তাক্ষর পছন্দ
আমার নদীটিও বয়ে চলে যৌথ সীমারেখা ধরে
তুমিও নদী
তোমাকে আমি তিস্তা ডাকি
জানি যে
আমার ভূমির দিকে
তোমার ভরা ও খরার মৌসুম
অন্য কারও দয়ায় নির্ভর করে
তোমার ভরাট ঢেউ
আর জলপ্রবাহের স্বপ্নে
আমি তবু চাষা রয়ে যাই
তোমার যুক্তাক্ষর পছন্দ
আমার নদীটিও বয়ে চলে যৌথ সীমারেখা ধরে
তুমিও নদী
তোমাকে আমি তিস্তা ডাকি
জানি যে
আমার ভূমির দিকে
তোমার ভরা ও খরার মৌসুম
অন্য কারও দয়ায় নির্ভর করে
তোমার ভরাট ঢেউ
আর জলপ্রবাহের স্বপ্নে
আমি তবু চাষা রয়ে যাই