অপ্রাপ্তি

আমি এত রাস্তায় হাঁটি

আপনার দিকে যাওয়ার

রাস্তা পাই না, 

আমি খোদারে বলি 

দোস্তরে বলি 

দুশমনরেও বলি 

তারা কত রাস্তা দেখায় 

সব রাস্তা ঘুইরা আসে 

নিজের কাছেই— 

আপনারে পাই না; 

কুয়াশা যেমন 

শীতরে রাস্তা দেখায়, 

আপনার ইশকের বাতি 

জ্বলে না কেন পথে; 

আমার রুহের দুশমন

আমি নিজেই হইছি— 

আপনারে পাই না।