আব্বাস কিয়ারোস্তামির বার্থডে নোট
এখন অতিসকাল
ঘরে গুমোট, বাইরে বৃষ্টি।
তেহরানের কোনো কবরের ছায়া
এসে দোল খায়
নবোদয় হাউজিংয়ের বিছানায়।
আসন্ন আস্ত দিনের
সবজেটে রক্তমাংসল দেহের
স্যুপ, কিমা, কারির স্বাদ
চেখে দেখা হয়
ঘুম ঘুম রসনায়।
ছেলেটা দৌড়ায়
মেয়েটা পালায়
অলিভের ছায়ায়
মহাকালের লুকপলান্তি খেলায়
বারবার এই বান্দার পা হড়কায়।
খালি রাস্তায়
আরোহীশূন্য গাড়িটা ছুটে যায়
বন্ধ মিউজিয়ামের দরজায়;
আজ কত নম্বর বিপদ সংকেত?
সব মাছধরা ট্রলারকে
উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
বৃষ্টি জোর বেগে না
তবে আকাশে কালো মেঘ
মাটিতে কাদার ক্লোজআপ!
কিয়ারোস্তামির কবর থেকে
০৩টা ফুল
০৫টা প্রজাপতি
০১টা হাওয়া এসে
সকালটা বুড়ো হওয়ার আগেই আমাকে
গোধূলির মায়ার মতো
ঝরিয়ে দিয়ে যায়।