বিস্ময়
আমার সমস্ত গ্রাম রঙে ভেসে গেল—
বলা হলো, মহুয়ার পাশেই নাম না-জানা ফুল
প্রকাশ্য ডেকেছে কারা?
গর্জন মিলিয়ে গেল দূরে—
অমনি সমস্ত বনে ঝড়
অচেনা ফুলের সংসারে দাম্পত্য বিবাদ
কিছুতে মেটানো যাচ্ছে না
যাপিত নিশ্বাস ফুঁড়ে বেরিয়ে এসেছে
অশান্ত বর্ণমালার ক্রোধ
অগত্যা যে যার মতো শান্ত হলে
একটাই প্রসঙ্গের অবতারণা হলো
এত এত রঙের নেপথ্যে কোথায় লুকিয়ে ছিল ভুল?
তোমার প্রসঙ্গজুড়ে এখনো কী প্রবল বিস্ময়!