আবার উত্থান হবে মানুষের

আবার উত্থান হবে মানুষের, জেগে উঠবে প্রাণের প্রবাহ

বৃদ্ধি পাবে বন ও বৃক্ষের পরমায়ু

স্বাস্থ্যোজ্জ্বল হবে

          লোকালয়;

ফুটে উঠবে শস্যবীজ, উচ্ছলিত হবে জলধারা

শিশুদের পবিত্র হাসিতে আলোকিত হবে গৃহাঙ্গন,

কোথাও থাকবে না ক্রোধ, উন্মত্ত থাবার চিহ্ন,

সবখানে স্তব্ধ হয়ে যাবে শিকারির রক্তমাখা তির।

আবার উঠবে ফুটে কাননে কুসুম, অঙ্কুরিত হবে

                                    নবকিশলয়

গন্ধে ও গুঞ্জনে মুখরিত হবে বনভূমি,

আবার গাইবে পাখি, আবার ধ্বনিত হবে রাখালের বাঁশি;

আবার উঠবে জেগে নিদ্রিত শহর,

পুনরায় মানুষ কল্যাণব্রতে দীক্ষা নেবে, হবে জাগরণ।

কোথাও মানুষ থাকবে না নতমুখ, ব্যথিত কাতর

উদ্যানে আবার প্রস্ফুটিত হবে পুষ্পরাশি,

সব দুঃখ দূর হবে, উঠে দাঁড়াবে মানুষ

আবার ঘোষিত হবে মানুষের জয়বার্তা, ধ্বনিত হবে

                                      মানুষের জয়।