আমার শহীদ মিনার

আমরা যখন ফুল দিতে যাই প্রতিবাদের লাশে

সত্তা দ্যাখে মুখ

মিনার কেবল পাথর নয় বাঁচার নিশ্বাস।

সূর্য জ্বলে মধ্যরাতে

জীবনশ্রী মিছিল-অধিকারে

রৌদ্রভাষা অন্ধকারে দাবিতে বিম্বিত।

আমরা যখন বহন করি প্রতিবাদের লাশ

নিরন্তর হাঁটতে থাকি,

চোখ খোঁজে না দাফনভূমির বাতি।