ঘর

হতে পারে হতভাঙা ঘর

ঝড়ে পড়া বৃক্ষদের মতো

থুবড়ে আছে দরজার কপাট

লৌহমলে ঢেকে গেছে জানালার শিক


সকালে বৃষ্টির ধুম, বিকেলটা খুব উচ্চকিত

অন্ধকার ফাঁক করে হেসে আছে দার্শনিক চাঁদ

এদের দূরত্বে রেখে কোথাও যাব না


আমাদের অশ্রুরেখা খুব ছোট নয়

তারপরও কিছু কান্না ঊহ্য থেকে গেছে...

হাতে যখন সময় এল—

ঘর, তোমার শিয়রে বসে

ঊহ্য থাকা কান্নাগুলো মন খুলে কেঁদে নিতে চাই