জ্যোৎস্নাসম্প্রদায়

পোকাধরা আম দেখে পলাশীর কথা মনে পড়ে।

গেরিলা ফকির আমি গেরিলা সন্ন্যাসী, হাতে লাঠি,

বর্শা ও বল্লম, তবে চাঁদ দেখে নিশীথে বিপন্ন হই।

আমি যেন মজনু ও ভবানীকে হেঁটে যেতে দেখি

বিজয় সরণি ধরে, কী আছে তাঁদের মনে জানে

শুধু রায়ত কৃষক। আজও কিছু নীলকর নাকি

তমসতা ছড়ায় পাটকলে। গুলিস্তান ফুটপাতে

কে যেন সিরাজ বলে ডেকে ওঠে, এই আমাকেই?

নাকি সিরাজ নামের কোনো কম আলোছায়া মেঘ

বৃষ্টিবিন্দু রেখে গেছে জোয়ালের ক্ষত ধোবে বলে।

শস্যের বিতল সিন্ডিকেট দেখে পলাশীর কথা

মনে পড়ে যায়—মনে হতে থাকে আমি তো ফকির,

আমি তো সন্ন্যাসী, আমার তো কৃষকের পায়ের নিচে

ধানের গেরিলা হয়ে জেগে থাকবার কথা ছিল।