জয়যাত্রা

আমি জানি, মুক্তির লড়াই কী করে হয়?

কী করে আদি থেকে একবিংশের স্রোতে

পরাধীন মানুষের চিৎকার প্রতিধ্বনি জাগায়!

আমি জানি, শেকড়ে-শরীরে কী বিপুল পিপাসার চাবুক

আর ওদের সমস্ত দেহের বাঁকে বাঁকে ও বল্কলে

ক্ষতচিহ্নের প্রত্যক্ষ গ্লানি!

এই সব আমি জানি, নিরন্তর টিকে থাকার লড়াইয়ের গল্প!

চলমান স্রোতোধারার আবহে শানিয়ে রাখে

প্রতিনিয়ত তাদের প্রতিরোধ!

তারই নাম মুক্তিযুদ্ধ, যা আবহমানকাল

ধ্বনি-প্রতিধ্বনি তুলে ডুবে যায় প্রকৃত মানুষের মর্মমাঝে;

গোপন ঢেউয়ের মতো জমে থাকে

তাদের নিভৃত প্রাণের গভীরে!