নূরুল হকের অপ্রকাশিত কবিতা

নূরুল হক (১৯৪৪—২২ জুলাই ২০২১)

কিছুদিন আগে প্রয়াত হয়েছেন কবি নূরুল হক। এ কবির মৃত্যুর পর তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অনেকেই। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্প্রতি লেখা তাঁর অপ্রকাশিত পাণ্ডুলিপি থেকে ছাপা হলো একগুচ্ছ কবিতা। কবিতাগুলো পাওয়া গেছে কবির পরিবারের সৌজন্যে

শব্দার্থ

আমি কী তা বুঝিয়ে বলছি।

আমি হলো একটি পদ্ধতির নাম।

যে পদ্ধতি দিয়ে প্রতিবার বাড়ি যেতে পারি

মা-বাবাও চিনতে পারি

চিনতে পারি ভাইবোন এবং বন্ধুবান্ধব,

গাছপালা, নদী-সমুদ্র আর তারার আকাশ।

হাটে গিয়ে করতে পারি কেনাকাটা

বিলে নেমে ধরতে পারি মাছ।

আর নানা বিবেচনা ও লোভলালসার মধ্যে পেঁচিয়ে যেতে পারি

এই সবই সম্পন্ন করি আমি নামক একটি পদ্ধতির মধ্য দিয়ে।

তার গহনার্থ হলো এই—

জগতের হাজারটা পদ্ধতির মধ্যে

‘আমি’ও একটা পদ্ধতির নাম

এর বেশি কিছু নয়।

অতিমারি

চারদিকে আতুর বাতাস!

আমি মর্ম-হলাহল পিয়ে

মৃতপ্রায় আছি।

আমার দোভাষী যদি

থেকে থাকে কেউ,

তবে তাকে নিয়ে এসো

এখানে এবার।

আমি কী বলতে চাই

শোনাক জগতে।

নির্বাচিত ঘুমে

এখন জড়িয়ে যাচ্ছি ঘুমে,

বাছাই করা ঘুমে।

কেবলই ঘুমের মালা গাঁথি

নিজের মধ্যে,

সুতোর পর

সুতো।