পদ্মার পাড়ে যাইতে হবে বধূয়া

পদ্মার চরে কাশফুল ফোটে বলেই

আজ আমাকে এই কবিতাটা লেখতে হচ্ছে!

এখন এই কবিতা লেখার জন্য আমাকে

পদ্মার পাড়ে যাইতে হবে

নাহলে আমি কীভাবে বুঝব যে

দীর্ঘ নদীর পাড়ে দীর্ঘ কাশের বন

খুব গোপনে নীলাকাশের সঙ্গে

কোন কথা বলে

সেখানে বসিয়া আমি গান গাইব

—তোমার গোপন কথাটি, সখি...

গান শেষ না করেই আমি

ভটভট শব্দ তুলে

সামনে দিয়ে চলে যাওয়া

ইঞ্জিন নৌকার পানে

চাহিয়া রহিব

পদ্মার পাড়ে যাইতে হবে

কাশফুল ফোটে বলেই তো

এই কবিতাটা এই মরমি বিকালে

আমি লেখি বলেই তো

শরতে আকাশ এত নীল হয়ে

নিচে নেমে আসে