পোকা ও বোকার কবিতা

আমার ইচ্ছে করে বনে বনে

বোকা বোকা আমন্ত্রণে

পোকা হই হই মনে

তোমার পাশাপাশি একটা

পোকা হয়ে উড়ি


মাঝবেলাতে সাঁঝবেলাতে

পরজন্মে আমিও যেন

পোকা হতে পারি

আবারও যেন আমার মতন

আবারও আমি বোকা হতে পারি

কারণ, তুমি পোকা

কেমনতরো কন্যা তুমি

ঝিঁঝি তোমার মাসি


তুমি আমার মাথার ভেতর

ছোট্ট পাখায় ঝাপটা করে

উড়তে উড়তে ঘুরতে ঘুরতে

বেরিয়ে যাও কিম্বা ফিরে আসো


তখন কিম্বা এখন কিম্বা যখন-তখন

অটোমেটিক বাজতে থাকে বাঁশি


পতন থেকে আরও পতন

ভস্মীভূত হতে হতেও

কেন যে এমন

ভালোবাসা—তুমি তো সেই পোকা


কেন যে আমি কী কারণে

পোকা ভালোবাসি!