প্রতিবিম্ব

ভেঙে ফেলার পর খুঁজে দেখব আবার তোমাকে

দরোজার পাশে লেগে থাকা চুরমার অশ্রুকণায়

যেখানে দালান উঠছে তার নিচে সিঁড়ি ভাঙছে কেউ

তোমার হাঁটার শব্দে খুঁজে ফিরব ভাঙা কাচ!

হাত ধরতে গিয়ে ভেঙে যাচ্ছে হাতলহীন চেয়ার

ভেতরে উঁকি দিচ্ছে যারা, তারাও চুরমার একা একা

সেখানে প্রতিটি বিন্দু ও ভরকেন্দ্রে ভেঙে পড়ছে সেতু

গোলকধাঁধার তীরে প্রতিবিম্বের আলো ও চিৎকার!


ভাঙা কাচে, অশ্রুকণায় এভাবেই খুঁজব তোমাকে।