ফুলনামা

আমি বহুদিন অপেক্ষা করেছি

ঝরেনি সে ফুল

ফুটে আছে অগাধ কট্টর জলে,

সে মানুষের ভেতর-বাড়ির অচেনা অন্দর হয়ে ছড়িয়ে গেছে জীবনে;

সে ফুল, পাখির আত্মা আর ঝাড়লণ্ঠনের চিমনির মতো

ভেসে থাকে ঘুরেফিরে

সে ফুল গাছের যৌবন নিয়ে ফুটে আছে জলে,

দেহের চারপাশ ঘিরে জ্বলে আছে একাকী সব দুর্গ

ভরা জ্যোৎস্নায় নদীর ডিগবাজি দেখে

হাততালি দেওয়ার বয়স এখন মৌন

ফুল, আমি তোমাকে ভালোবাসি কামনার সাথে বেদনার মতো—

ফুল দেখো, আমার আত্মা ভেঙে গেছে

টুকরোগুলো আয়না হয়ে তোমার ফুটে থাকাকে দেখাচ্ছে।