বধ্যভূমির বিস্মৃতজন

আমার স্লোগানগুলো

পাখি হয়ে উড়ে গেল

ইতিহাসে

এখন সময়

হাত মুছে ফেলবার

রক্তের বদলে রক্ত

মৃত্যুর বদলা মৃত্যু

যুদ্ধ যুদ্ধ দিন

কবরে শায়িত

বীরের বীরত্বগাথা

সরব উদ্​যাপনে

অধমেরে মনে রেখো

পতাকার

ভাঁজে ভাঁজে

একদিন

আমিও ছিলাম!