মর্সিয়া

মৃত পাখিদের গান, শোকলিপি শুনে,

তোমরাও মরে যেয়ো অন্য ফাল্গুনে।।

কিছুই বোলো না, শুধু চুপ রেখো কথা।

মেঘের পোস্টারে এঁকো সব নীরবতা।।

ফুল ঝরে পাতা ঝরে খুন ঝরে রাতে।

আমাকেও কেটে নিয়ো মাটির করাতে।।

খঞ্জরে শাণ দিয়ো—মৃত্যুর পালা।

শরীরে বইছে দ্যাখো শত কারবালা!!

পাতাদের গায়ে গায়ে লিখে দিয়ো শোক।

মনে রেখো, আমি কিন্তু তোমাদেরই লোক।।

মৃত সূর্য ডুবে যাচ্ছে, নিভে যাচ্ছে আলো।

যে পাখি মরবে—তার সুর ছিল কালও।।

দুহাতে বসন্ত ছিল, ডেকেছিল টিয়া!

নদীর শিয়রে আজ জলের মর্সিয়া।।