সুবেহ তারা

অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

সব কথা বলে দিয়ে একদিন মরে যাব বলে
নিজের কবর খুঁড়ি বুকের ভেতরে। সব কথা
উপহাস, মৃতের শরীরে জ্বর। আহা, সব কথা
কলাপাতা শাদা, ভূতের অন্তর! ধ্বনিত শব্দের
রণে পিঠখোলা চুলে দাঁড়াও নিবিড়। ঝিলমিল
আলোর সরোবরে তোমাকে ক্ষয়ে যেতে দেখি এই
রাতে; বজ্র-ড্রাগনের ঠোঁটে তুলে দাও পারুলের
ঘ্রাণ...। হে অরণ্য বীথি, ফুলের শরীরে আজও বিষ-
রেণু! সুবেহ তারা, কথার খোসা ছড়িয়ে তুমিও
এঁকে দিয়ে যাও পথচিহ্নরেখা হাওয়ার ক্রাউডে।