সপ্তর্ষি নেমে এলে কেন

সপ্তর্ষি, কেন নেমে এলে?

মায়ের কোল থেকে নিয়ে

তোমাকে আমি রেখে এসেছিলাম

নভোমণ্ডলে, সাজিয়ে—

কেন নেমে এলে?


এত দিন পৃথিবীর বিড়াল দেখেছ।

সব বিড়ালের দেহে বিড়াল থাকে না!

যে বিড়ালকে মা কালো বিড়াল বলত

মোটেই সে কালো ছিল না

সে ছিল হিংসা

তোমার মা আর আমি

তোমাকে ছড়িয়ে রেখেছিলাম বিপুল আকাশে

তারা করে,

যেন দেখতে পাই মাঝে মাঝে


কেন নেমে এলে সপ্তর্ষি সুষমা—

দাবদাহে ষোলো হাত পোশাকের দেশে

কালো বিড়ালের বাস্তুভিটায়!!