বাবা, তোমাকে...

আজ বাবা দিবস। এদিনে সদ্য প্রয়াত লোকসংস্কৃতিবিদ শামসুজ্জামান খানের মেয়ে লিখেছেন তাঁর বাবাকে নিয়ে।

শামসুজ্জামান খানের সঙ্গে মেয়ে সেঁজুতি জামানছবি: সংগৃহীত

আমার বাবা শামসুজ্জামান খান সব সময় বলে গেছেন নিজের দেশকে, নিজের ভাষাকে ভালোবাসতে। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে শ্রদ্ধাভরে অনুশীলন করতে। তাঁর জীবনের উল্লেখযোগ্য সময় কেটেছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাঙালিত্ব ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা নিয়ে নানাবিধ কাজ করে।
বাবা দিবসের শুভেচ্ছা রইল বাবা তোমার জন্য।

এই প্রথম তুমি ছাড়া আমার বাবা দিবস। প্রবাসজীবনে থেকেও সব সময় যেন তোমার কাছাকাছিই ছিলাম আমি। জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাওয়া তুমি সব সময় চেয়েছ আমরা যেন বই পড়ি, ভালো কাজ করে যাই এবং মুক্তবুদ্ধির চর্চা করি। আমাদের বোনদের শিখিয়েছ, পড়াশোনা আর জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।
বাবা, ধীরস্থির, শক্ত চরিত্রের মানুষ তুমি। তরুণ প্রজন্মের প্রতি তোমার অগাধ বিশ্বাস যে তারাই সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। সৃজনশীল মানুষ গড়ে তুলতে হলে, সামাজিক অবক্ষয় দূর করতে হলে আমাদের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সংগতিপূর্ণ উপাদানে সমৃদ্ধ করতে হবে। ভালো মানের বই পড়া এবং জ্ঞানচর্চা তোমার জীবনে ছিল বেঁচে থাকার আনন্দ। সে জন্যই তুমি করোনায় আক্রান্ত জেনে যখন আমি দেশে ফিরলাম, আমার সঙ্গে ছিল তোমার চাওয়া দুটি বই, ‘টিম অব রাইভালস’ ও ‘অল দ্য কিংস ম্যান’।

শামসুজ্জামান খান
আমার দুর্ভাগ্য বাবা, সময়মতো দেশে পৌঁছাতে না পারায় বই দুটি তুমি পড়ে যেতে পারোনি। তোমার জ্ঞানের অন্বেষণ ছিল বহুমাত্রিক। কেবল বাংলা ভাষা নয়, তুমি নিজেও ইংরেজি ভাষার বই পড়তে সংগ্রহ করতে এবং আমাদের অনুপ্রাণিত করতে বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষাটাও ভালোমতো রপ্ত করতে। আসলে আমাদের সব দেশের, সব সংস্কৃতির ভালোটা ভালোমতো গ্রহণ করতে শিখিয়েছেন বাবা।

আমার দুর্ভাগ্য বাবা, সময়মতো দেশে পৌঁছাতে না পারায় বই দুটি তুমি পড়ে যেতে পারোনি। তোমার জ্ঞানের অন্বেষণ ছিল বহুমাত্রিক। কেবল বাংলা ভাষা নয়, তুমি নিজেও ইংরেজি ভাষার বই পড়তে সংগ্রহ করতে এবং আমাদের অনুপ্রাণিত করতে বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষাটাও ভালোমতো রপ্ত করতে। আসলে আমাদের সব দেশের, সব সংস্কৃতির ভালোটা ভালোমতো গ্রহণ করতে শিখিয়েছেন বাবা।
বাবা, তুমি মাকে খুব ভালোবাসতে এবং শ্রদ্ধা করতে। তোমাকে ছাড়া আমাদের মা বড় একা হয়ে গেছেন। শরণি, তিশা আর আমি—তোমার তিন সন্তান এখনো একটা কঠিন দুঃসময় পার করছি। শত ব্যস্ততার মধ্যেও তোমার নিবিড় ভালোবাসার ছায়ায় ছিলাম আমরা তিন বোন। যেখানে আছো, ভালো থেকো, বাবা। আবারও বাবা দিবসের শুভকামনা, ভালোবাসা।


অন্যআলো ডটকমে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]