যেভাবে জীবনানন্দ দাশের স্যুটকেসটি হারিয়ে গেল

শিল্পীর চোখে স্যুটকেস হাতে জীবনানন্দ দাশ
অলংকরণ: আরাফাত করিম

১৯৪৭ সালে দেশভাগ হলো। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ বাংলাদেশ ছেড়ে চলে গেলেন কলকাতায়। সব ছেড়ে গেলেন, শুধু বাক্সে ভরে নিয়ে গেলেন বরিশালের সবুজ।

বাক্স মানে, একটা স্যুটকেস। সব পাণ্ডুলিপি ওতে রাখা৷ কাউকে দেখাতেন না। একজীবনে অবহেলা কম পাননি এই কবি। তবে সব অবহেলা, দুঃখ-কষ্ট শব্দের শিকলে বেঁধে লুকিয়ে রেখেছিলেন সেই স্যুটকেসে।

কিন্তু জীবনানন্দের সেই স্যুটকেসও একদিন হারিয়ে গেল।

পরে এই হারানোর গল্পটি জানা যায় জীবনানন্দের মেয়ে মঞ্জুশ্রী দাশের কাছ থেকে। কলকাতার সাবেক পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়ের ভাষ্য তুলে ধরেছিলেন তিনি। প্রসূন জানাচ্ছেন, ‘জীবনানন্দ দাশের প্রথম জীবনের অপ্রকাশিত পাণ্ডুলিপি খোয়া গিয়েছে বলে আমাদের জানিয়েছিলেন তাঁর মেয়ে মঞ্জুশ্রী দেবী। যত দূর মনে পড়ছে, তিনি মেচেদা থেকে লোকাল ট্রেনে ফিরছিলেন।

ট্রেনের বসার সিটের তলায় রাখা স্যুটকেসেই জীবনানন্দের অপ্রকাশিত পাণ্ডুলিপি ছিল। অনেক খাতা ছিল। যখন হাওড়া স্টেশনে নামেন, তখন দেখেন, ওই স্যুটকেসটি নেই। স্যুটকেস চোর ভেবেছিল, গয়না বা টাকাপয়সা আছে। কিন্তু সে সবকিছু না পেয়ে রদ্দি কাগজ হিসেবে বেচে দিয়েছিল। তবে হারানো পাণ্ডুলিপির কিছু অংশ উদ্ধার করা গিয়েছিল। পুরোটা পাওয়া যায়নি!’

যা উদ্ধার করা গেছে, তা করেছে কলকাতা পুলিশ। কলেজ স্ট্রিটের বইপাড়ায় হানা দিয়ে কিছু খাতা তারা পেয়েছে। আর এক মুদিদোকানির কাছে পেয়েছে কিছু খাতা। সেই দোকানি ওসব খাতার পাতা ছিঁড়ে ছিঁড়ে ঠোঙা বানিয়ে তাতে শর্ষে বিক্রি করছিলেন! সাড়ে ১২ টাকা দিয়ে বাতিল খাতা হিসেবে ওগুলো কিনেছিলেন তিনি। এভাবেই চিরকালের মতো হারিয়ে গেছে জীবনানন্দ দাশের অনেক লেখা।

স্যুটকেস হারানোর পর লেখাপত্র সংরক্ষণের জন্য একটি ট্রাংক ব্যবহার করতেন জীবনানন্দ। ওই ট্রাংক থেকেও হারিয়েছে অনেক লেখা।

পশ্চিমবঙ্গের কবি কামরুজ্জামানের একটি লেখা থেকে জানা যায়, জীবনানন্দ যখন কলকাতা থেকে ১২০ কিলোমিটার দূরের খড়গপুর কলেজে ইংরেজি পড়াতেন, তখন ক্লাস টাইমের পর কেউ দেখা করতে এলেও দরজা খুলতেন না। এ ছাড়া আরও বহুজনের লেখায় পাওয়া যাচ্ছে এমন তথ্য, কবি তাঁর ট্রাংকে কাগজপত্র ঘাঁটছেন এবং কেউ এলেই আড়াল করে ফেলছেন সেই ট্রাংক। আদতে জীবনানন্দের স্যুটকেস আর ট্রাংক–রহস্য এখনো শেষ হয়নি।

গ্রন্থনা: উচ্ছ্বাস তৌসিফ

সূত্র: আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত ‘কেউ দেখা করতে এলেও দরজা খুলতেন না জীবনানন্দ’ ও গৌতম মিত্রর লেখা ‘নেপথ্য কাহিনি’