
আমরা এলাম কুটুমবাড়ি, সঙ্গে আছেন কাকা,
কেমন মজা, রসগোল্লা সামনে হলো রাখা।
কাকা বলেন, খাই না ওটা আগেই বলে রাখি,
কেউ-বা শুধায়, খাও না কেন? অসুখ আছে নাকি!
কাকা বলেন, অসুখ তো নেই, খাই না কেন তবে?
কারণটা কী নেই তো মনে, যাচাই করতে হবে।
এইনা বলে রসগোল্লা পোরেন তিনি মুখে,
মাথা নেড়ে রসের মিষ্টি চিবোন মহাসুখে।
খাই না কেন খাই না কেন খুঁজতে হবে কারণ,
খেয়ে আমি দেখব তবে খেতে কেন বারণ।
এই না বলে রসগোল্লা মুখে পোরেন আবার,
এমন কাজে থামায় তাকে সাধ্যিটা কার বাবার।
হঠাৎ তিনি চেঁচিয়ে বলেন, কারণ গেছি পেয়ে,
রসগোল্লা খাই না কেন বুঝেছি তা খেয়ে।
খেতে গেলে ওটা আমি লাগামছাড়া খাই,
যে যা-ই বলুক, রসগোল্লা খাই না আমি তাই।