বান্দর দি গ্রেট

বাঁদর কেন আদর করে
ডাকল তোকে বল?
ওর সঙ্গে তোর কী খাতির
বল দেখি চঞ্চল।

তোকে দেখে তিড়িং করে
দৌড়ে এসে জড়িয়ে ধরে
করল কোলাকুলি
তুই কি ওদের বংশের কেউ?
বল না খোলাখুলি।

তোর সঙ্গে ওর স্বভাবের নব্বই ভাগ মিল
পার্থক্য লেজটা শুধু এইটুকু মুশকিল।
বাঁদরামিতে তুই এগিয়ে
সব ঝামেলা তোকে নিয়ে
তুই মানে ঝঞ্ঝাট
নইলে দুটো বাঁদর কেন টানছিল তোর শার্ট।

খুলতে গিয়ে জটিল ধাঁধা
বাঁদর এসে বলল—দাদা
ব্যাপারটা সিক্রেট
চঞ্চল তো সবার গুরু বান্দর দি গ্রেট।