বুকারের দীর্ঘ তালিকায় দক্ষিণ ভারতীয় বানু মুশতাক

নিজের বই হাতে বানু মুশতাক

দীপা ভাস্তির ইংরেজিতে অনুবাদ করা কন্নড় ভাষার লেখক বানু মুশতাকের ছোটগল্পের সংকলন হার্ট ল্যাম্প ২০২৫ সালের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বুকার পুরস্কারের দীর্ঘ তালিকাভুক্ত হয়েছে। দক্ষিণ ভারতের মুসলিম সম্প্রদায়ের নারীদের জীবনের গল্প ফুটিয়ে তোলায় সংকলনটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। এটিকে কন্নড় সাহিত্যের জন্য একটি মাইলফলক বলে মনে করছেন অনেকে।

দীর্ঘ তালিকা থেকে বুকারের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা হবে আগামী ৮ এপ্রিল। এরপর আগামী ২০ মে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

৭৭ বছর বয়সী বানু মুশতাক দীর্ঘদিন ধরে প্রান্তিক সম্প্রদায়ের কণ্ঠস্বর হিসেবে পরিচিত। ১৯৭০ দশকে বন্দয়া সাহিত্য আন্দোলন থেকে উদ্বুব্ধ হয়ে সাহিত্যজীবন শুরু করেন তিনি। তাঁর লেখায় বর্ণ ও শ্রেণি নিপীড়নের কথা উঠে এসেছে বেশি। বুকারে মনোনয়ন পেয়ে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি খুব খুশি। তবে সমাজের বৈষম্য নিয়ে আমার আরও লেখা দরকার।’ আর বিচারকদের মতে, হার্ট ল্যাম্প হলো দক্ষিণ ভারতের মুসলিম সম্প্রদায়ের নারী ও মেয়েদের দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

গ্রন্থনা: রবিউল কমল