জিরাফ ও এলিয়েন

অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

জিরাফদের রাজ্যের নাম জিংফু। জিংফু রাজ্যে পৃথিবীর সব জিরাফ সুখে-শান্তিতে বসবাস করছিল। জিংফু রাজ্যের একমাত্র রাজকুমারী জিংকি। যেমন সুন্দরী, তেমনি গুণী। সারাক্ষণ রূপচর্চা নিয়ে মেতে থাকে আর রাজ্যের সুন্দর সুন্দর জিরাফ কুমারদের ছবি দেখে তার ট্যাবে। আমাদের মানুষদের মধ্যে যেমন অ্যাপল কোম্পানি বিখ্যাত, জিরাফদের মধ্যে আবার জাম কোম্পানি বিখ্যাত। গেল বছর জিরাফদের মিস জিসু (আমাদের যেমন মিস ওয়ার্ল্ড) প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে রাজকুমারী জিংকি।
একদিন রাতে জিংকি তার জিংস বুকে (জিরাফদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট) দেখল, একটা সুন্দর প্রাণী তাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। কিন্তু সে জিরাফ নয়। মনে হয় এলিয়েন। সে যে-ই হোক, জিংকি একসেপ্ট করল। তারপর থেকে তারা নিয়মিত চ্যাট করতে শুরু করল।
একদিন প্রাণীটা জিংকির সঙ্গে দেখা করল। বলল, ‘আমি এলিয়েন। বুধগ্রহ থেকে এসেছি। আমাদের গ্রহে সবার খুব অসুখ। তাই আমি তোমাদের গ্রহ থেকে ওষুধ নিতে এসেছি। বদ্যি বলেছে, তোমাদের রাজ্যের সবচেয়ে বড় ওষুধ কোম্পানির জ্বরের ওষুধ নিয়ে গেলে অসুখ সেরে যাবে। তুমি আমাকে সাহায্য করবে?’
জিংকি বলল, ‘নিশ্চয়ই।’
জিংকি তাদের রাজ্যের সবচেয়ে বড় ওষুধ কোম্পানি, সারকেল থেকে জ্বরের ওষুধ এনে দিল। বলল, ‘জলদি যাও। তোমার গ্রহের বন্ধুদের বাঁচাও।’ এলিয়েন চলে গেল।
এদিকে এলিয়েন বন্ধুর কথা জিংকির খুব মনে পড়ে।
একদিন হঠাৎ দেখল, বন্ধু বাগানে দাঁড়িয়ে আছে। জিংকিকে ডাকছে।
এলিয়েন বলল, ‘তোমার কাছে আমি খুব কৃতজ্ঞ। এই নাও, বুধ গ্রহের টিকিট। তুমি যখন খুশি আমাদের গ্রহে আসতে পারো।’ এই বলে সে চলে গেল।
সপ্তম শ্রেণি, অরবিটল লিংক স্কুল অ্যান্ড কলেজ, পাবনা