পাখিদের বনভোজন

কড়ইগাছের মগডালে ওই

কাক বেঁধেছে জোট,

টিয়ারা সব কইছে ছড়া

নাড়িয়ে বাঁকা ঠোঁট।

বাবুই পাখির শিল্পগুণে

বন যে মাতোয়ারা

গান শুনতে পাখিরা সব

করছে কোকিল ভাড়া।

বক পাখিরা লম্বা ঠোঁটে

মাছ এনেছে ধরে,

অন্যরা সব ফল এনেছে

ডানা দুটি ভরে।

কাঠঠোকরার কাঠের ঠোঁট

ঠুকছে গাছে তাল

এত কিছু ক্যান রে বাপু

কী হবে রে কাল?

কী হবে ভাই, কী হবে ভাই

কিসের আয়োজন?

‘জানো না? সে কী!’ জানায় শালিক

‘কাল যে বনভোজন!’

এই জন্য চলছে দেখো কত সব প্রস্তুতি

সারা বনে ছড়াচ্ছে এক আনন্দময় দ্যুতি।

আনন্দেরই ছোঁয়া পেতে এসো তুমি, বোন

পাখিদের এই বনভোজনে তোমায় নিমন্ত্রণ।

দশম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল