মিটিং
আজকে নাকি মিটিং হবে
তোমরা কি ভাই জানো?
তাড়াতাড়ি সবাই মিলে
চেয়ার-টেবিল আনো।
হাতিও চায় চেয়ার
রইল বাকি কে আর?
ওই আসে বাঘ মামা
ডোরাকাটা জামা।
পিঁপড়া বলে, ‘সব চেয়ারে
আমরা কেন মাটিতে?’
ময়ূর বলল ‘পেখম মেলে
বসব শীতল পাটিতে।’
তাই না শুনে বাদুড় বলে
‘ঝুলছি গাছের ডালে’
বানর কোথায় বসবে ভেবে
হাত দিয়েছে গালে।
সিংহ বলে হুংকার দিয়ে
‘কোথায় আমার আসন?’
গন্ডার বলে ‘মানব না এই
রাগি রাজার শাসন।’
এসব দেখে শিয়াল বলে
‘কোথায়, কিসের মিটিং
ঝগড়াই তো হচ্ছে শুধু
মিটিং নামের চিটিং!’
ষষ্ঠ শ্রেণি, বাংলাদেশ নৌবাহিনী
স্কুল ও কলেজ, চট্টগ্রাম