রাজধানী ঢাকার সবচেয়ে বড় ও পুরোনো হচ্ছে আজিমপুর কবরস্থান। এখানে শায়িত আছেন বায়ান্নর ভাষাশহীদসহ আরও অনেক কৃতী সন্তান। বর্তমানে এর পশ্চিম পাশের দেয়াল ফাঁকা রয়েছে। এই ফাঁকা স্থান দিয়ে অনেক অপরাধী তাদের অপরাধমূলক কাজে ব্যবহূত অস্ত্র কবরস্থানে সংরক্ষণ করে রাখে।
এ ছাড়া হত্যা, গুম, ধর্ষণ ইত্যাদির লাশ রাতে আঁধারের কবরস্থানে ঢুকিয়ে দাফন করা হয়। এভাবে অপরাধীদের একটি নিরাপদ স্থানে পরিণত হয়েছে আজিমপুর কবরস্থান। তাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব আজিমপুর কবরস্থানটি নিরাপত্তার বিধান এবং এটি রক্ষা করার কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
মো. আশসাবু ওয়াসি
নতুন পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকা।