ধাতব মুদ্রা

বাংলাদেশের মানুষ বেশি পরিশ্রমী, তাঁদের অর্জিত টাকাই তাঁদের বড় সম্পদ। রিকশা, ভ্যানগাড়ি, ঠেলাগাড়ি, মাছবিক্রেতা প্রভৃতি পেশার মানুষের কাগজের নোটগুলো ঘামে অথবা বৃষ্টিতে ভিজে ছিঁড়ে যায় ও রং ফ্যাকাশে হয়ে যায়। ফলে এ টাকা অদলবদল করতে অনেক সমস্যা হয়।
কোনো দোকানে এক টাকার ধাতব মুদ্রা না থাকায় তাঁরা একটি মানহীন ও ভেজাল চকলেট ধরে দেন। এতে গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হন। প্রয়োজন না থাকলেও দোকানির দেওয়া চকলেট নিতে বাধ্যহন।
এক, দুই ও পাঁচ টাকার ধাতব মুদ্রা থাকলেও এর সরবরাহ খুব কম। বর্তমানে গ্রাহকের বড় চাওয়া ১০ ও ২০ টাকার ধাতব মুদ্রা। এটি বের হলে কাগজের মুদ্রার ক্ষতি হ্রাস পাবে।
তাই ১০ টাকার এবং ২০ টাকার ধাতব মুদ্রা বাজারে ছাড়তে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মনির উদ্দিন আহমেদ
পুরানা পল্টন, ঢাকা।