বাংলা তারিখ

বাংলা তারিখ দেখতে গেলে যেকোনো দৈনিক পত্রিকার শিরোনামের ওপরের অংশে খুঁজতে হয়। কেননা, বাসায় রাখা হয় না বাংলা ক্যালেন্ডার। ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডের ওপরে ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখ লেখা হয় না। অতএব, শিক্ষার্থীরা, এমনকি শিক্ষকেরাও এ বিষয়টি নিয়ে ভাবেন না। ফলে মনে রাখার ক্ষেত্রে বাঙালি হয়েও বাংলা তারিখের প্রতি পর্যাপ্ত যত্ন নেওয়া সম্ভব হচ্ছে না; যা লজ্জাজনক।
স্কুল-কলেজ, অফিস-আদালত—বেশির ভাগ জায়গায় বাংলা তারিখও ব্যবহার করা প্রয়োজন। আমাদের মোবাইলের অপশনেও বাংলা তারিখ রাখার ব্যবস্থা করা প্রয়োজন। আমরা শুধু ছয় ঋতুসহ ১২ মাসের নামগুলো এবং পয়লা বৈশাখ খুব ভালোভাবে মনে রাখি। কিন্তু বাংলায় প্রতিদিনের তারিখগুলো মনে রাখার প্রয়োজন মনে করি না। আমাদের এই মানসিকতার পরিবর্তন হওয়া প্রয়োজন।
প্রতিবছরের শুরুতেই ইংরেজি ক্যালেন্ডার পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকি এবং এটা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলে। কিন্তু বাংলা বছরের শুরুতে পান্তাভাত আর ইলিশ মাছ নিয়ে আমাদের উৎসাহের কমতি না থাকলেও একটি বাংলা ক্যালেন্ডার ক্রয় কিংবা উপহার দিতে কার্পণ্য করি, যা দুঃখজনক।
এ ছাড়া প্রতিবছর বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রচারণার জন্য ক্যালেন্ডার প্রকাশ করে। কিন্তু সেটা ইংরেজি বর্ষকেন্দ্রিক হয়ে থাকে বেশির ভাগ ক্ষেত্রে। তবে ইংরেজি ক্যালেন্ডারের পাশাপাশি বাংলা দিনপঞ্জিকে সমানভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আমরা বাঙালি। আমাদের আছে সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য। প্রয়োজন ইংরেজি তারিখ ব্যবহারের পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারের প্রতি মনোযোগ দেওয়া। একটি স্লোগান আছে, ‘দেশি পণ্য, কিনে হোন ধন্য’। তেমনি বলব, ‘বাংলা ক্যালেন্ডার, ব্যবহার দরকার’।
সঞ্জয় কুমার ভৌমিক
বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।