নতুন বছর শুরু হবে। সব শিক্ষার্থী নতুন ক্লাসে উঠবে। নতুন বই পাবে বছরের শুরুতেই। ফলাফলের জন্য অপেক্ষার পাশাপাশি সবাই নতুন বই পাওয়ার অপেক্ষায় আছে। এই অপেক্ষা তাদের জন্য আনন্দের।
নতুন বই পাওয়ার পর প্রয়োজন এগুলোকে বাঁধাই করে নেওয়া মলাট দিয়ে। কিংবা সেলাই করে নেওয়া সুই-সুতা দিয়ে। তাহলে বইগুলো যত্নে থাকে। এবং বছরের মাঝামাঝি কিংবা শেষেও নতুন বইগুলো নতুনের মতোই থাকে। যা করা শিক্ষার্থীদের জন্য খুব প্রয়োজন।
প্রতিবছরই দেখা যায়, নতুন বই পাওয়ার পর শিশুরা খুব বেশি আনন্দিত হয়। কিন্তু পরবর্তী সময়ে তারা অনেকেই এই বইগুলোর যত্ন নিতে পারে না যথাযথভাবে। বইয়ের ওপর মলাট দিয়ে বাঁধাই না করাতে কিংবা নানা অযত্নে বইয়ের পাতাগুলো আংশিকভাবে আলাদা হয়ে যায়। ফলে তাদের পড়ালেখায় বিঘ্ন ঘটে।
তাই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব, এই ব্যাপারে নজর দেওয়া।
সঞ্জয় কুমার ভৌমিক
শ্রীমঙ্গল।