রুহিতপুর সড়ক

জিঞ্জিরা-কেরানীগঞ্জ-রুহিতপুর সড়কটি বর্তমান ঢাকা জেলার প্রধানতম ব্যস্ত সড়ক। এই পথে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলাবাসী এবং পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার যাত্রীসাধারণের রাজধানী ঢাকায় আসার প্রধান রুট। বর্তমানে সড়কটি বহুদিক সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে কদমতলী থেকে ডাকপাড়া পর্যন্ত, ডাকপাড়া থেকে মনু ব্যাপারির ঢাল পর্যন্ত সড়কটির অবস্থা খুবই শোচনীয়। এরপর রয়েছে নেকরোজবাগ কবরস্থানের অংশ ও ডায়মন্ড মেলামাইনের সামনের অংশ। উপজেলা পরিষদের সামনের অংশে (কোনাখোলা) বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। শাক্তা মাঠের সামনের অংশও খারাপ হয়ে গেছে। এ ছাড়া রামেরকান্দা কলেজ থেকে রুহিতপুর বাজার পর্যন্ত রাস্তাও খুবই খারাপ।

উল্লেখ্য, যোগাযোগমন্ত্রী গত ১৩ আগস্ট পরিদর্শনে এলে সংস্কারকাজ জোরেশোরে শুরু করা হয়। তিনি চলে যাওয়ার পরপরই অজ্ঞাত কারণে সংস্কারকাজ বন্ধ হয়ে যায়। সড়কটি অতি দ্রুত সংস্কার করা জরুরি।

মো. সাইফুদ্দীন ও নাফিসা সুলতানা আক্তার রুহিতপুর।